Give to the world the best you have the best will come back to you....

'জিজিবিষা'

সমীর সিন্ হা

দেওয়ালের ফাটলে ঝুলন্ত  নগ্ন অশ্বথের সেকি,
                    নিদারুণ আস্ফালন !
                    রস চাই ? রস চাই ?
                    চাই  আরও   রস.....
শেকড় চালিয়ে যাচ্ছে অমৃতের সন্ধানে,
এক কনা রস প্রতি মুহূর্তে রসদ যোগায় বাঁচার!

দিন - দিন প্রতিদিন চলে জিজিবিষার অমোঘপ্রয়াস,
কত ঝড়, কত সহস্র প্রতিকূলতা মনে করিয়ে দেয়,
বাঁচার  স্বার্থকতা ।
যখন শিশির কনায় ভেজা রোদ্দুর  ঽতে চায় মন  আর
                 সবুজ কনায় ভরে ওঠে স্পন...
তখন কোন এক স্বন্ধি্খনে জীবন খুজে নেয় তার,
                         বেঁচে থাকার রস.....

প্রতি মুহূর্তে হাজারো ঘটনা ঘটে চলে,
অবিরাম, অবিরত',
বাঁচা - মরার' কঠিন সংগ্রামে- বাঁচার রস শুকিয়ে  
পাথর হয়ে গেছে,
চারিদিকে  শুধু মরুভূমি আর মরুভূমি....
      
             তখনই মন রোমন্থন করে ওঠে,
                   রস চাই !   রস চাই !
                   বাঁচার রসদ রস চাই ।।
                                                      

Read More

#FRIENDSHIP STORY
সমীর সিন্ হা

অনেকদিন হলো 'ওর' আর কোন খবর নেই তবু মনে মধ্যে স্মৃতিতে গাঁথা হয়ে আছে ।
তখন হোস্টেলে মাস্টার ডিগ্রি পড়ছি হঠাৎ শরীর খারাপ 'বমি' 'বমি' ভাব আর প্রবল জ্বর, বাড়ির বাইরে এই প্রথমবার 'ও' তখন আমার রুম - পার্টনার রোজ আমাকে জিজ্ঞাসা করে শরীর কেমন? ডাক্তারের কাছে যাই চল ব্যাপারটা ভালো ঠেকছে না !!
নিজের ক্লাস বন্ধ করে ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে রোগটি 'জন্ডিস' কনফার্ম করে টানা এক হপ্তা আমার সেবা করে শুধল 'বাড়ি যাবি তোর আর একটু যত্নের প্রয়োজন' ।
ট্রেনের টিকিট কেটে সাথে করে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায় যখন প্রায় সেমিস্টারের পরীক্ষা দোরগোড়ায়, ওর নাম 'উদয় বন্ধুবর' ।।

Read More

#FRIENDSHIP STORY
সমীর সিন্ হা

অনেকদিন হলো 'ওর' আর কোন খবর নেই তবু মনে মধ্যে স্মৃতিতে গাঁথা হয়ে আছে ।
তখন হোস্টেলে মাস্টার ডিগ্রি পড়ছি হঠাৎ শরীর খারাপ 'বমি' 'বমি' ভাব আর প্রবল জ্বর, বাড়ির বাইরে এই প্রথমবার 'ও' তখন আমার রুম - পার্টনার রোজ আমাকে জিজ্ঞাসা করে শরীর কেমন? ডাক্তারের কাছে যাই চল ব্যাপারটা ভালো ঠেকছে না !!
নিজের ক্লাস বন্ধ করে ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে রোগটি 'জন্ডিস' কনফার্ম করে টানা এক হপ্তা আমার সেবা করে শুধল 'বাড়ি যাবি তোর আর একটু যত্নের প্রয়োজন' ।
ট্রেনের টিকিট কেটে সাথে করে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায় যখন প্রায় সেমিস্টারের পরীক্ষা দোরগোড়ায়, ওর নাম 'উদয় বন্ধুবর' ।।

Read More

সমাজ ও জঞ্জাল
লেখক সমীর সিন্ হা

জঞ্জালের স্তূপে মুক ডেকে যায়
বার বার নগ্ন সত্যির সম্মুখীন মন
ঠিক কি ভাবে স্বার্থান্বেষী ‍ ককটরোগ হৃদয়ে বাসা বাঁধে বুঝি না ।
শুধু নিজের পরিবার, নিজের সংসার
আর চায়ের চুমুকে বিশ্বায়নের স্বাদ
আর
জালনা দিয়ে সন্তর্পণে ফেলে দেওয়া জঞ্জালের নমুনায় কেটে যায় দিন দিন প্রতিদিন ।

শহীদ মিনার কিংবা হাসপাতালে পানপিকের নিদারুণ চিত্র কলায় উজ্জীবিত হয় সংস্কৃতি,
চায়ের ঠেকে মেরুদণ্ডহীন প্রানীদের উল্লাস,
পরচর্চা, পরনিন্দা আর ভোট দেবেন কোনখানে? সীমাবদ্ধ

সরকারি হাসপাতাল কিংবা স্কুলের আঙিনায় প্রবেশে মন নিউমোনিয়ায় আকান্ত হয়ে ওঠে,
জঞ্জালের স্তূপে মুক ডেকে যায়
হঠাৎ সরকারি চাকরির ঘন্টায় মন সরগরম হয়ে ওঠে ।
তখনই পরিবেশ দূষণ, শৈল্পিক ভাবনা আর জঞ্জালের স্তূপ রক গার্ডেন বলে মনে হয় ।

পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রানি
যেখানে আদিম,
পরিবেশ বাঁচাও অভিযান তেমনি অর্থহীন সাহেব - বিবি-গোলাম
সবকিছুই একদিন শেষ হয় নুতন ভাবে শুরুর জন্য
চোখ ঝাপসা হয়ে আসে
জঞ্জালের স্তূপে মুক ডেকে যায় ।

Read More