বেকার যুবক রাজার হালে - 1

  • 11.2k
  • 2.2k

রাজার হালে থাকা। ভাবতেই চোখের সামনে ভেসে উঠে এক রাজকীয় ভাবনা। অফুরন্ত বিশ্রাম, কর্মবিনা অন্ন গ্রহণ, আর আরাম। আসলে বেকার যুবক রাজার হালে কখনই থাকে না, বরং রাজার হালে থাকার দরুনই সে বেকার। পিতা-মাতার মাত্রারিক্ত ভালোবাসা এই পর্যায়ে নিয়ে যায়। তখন, উক্ত বেকার, সপ্নের মধ্যেই চাকরি-ব্যাবসা সব করে ফেলে৷ কল্পনায় ব্যাবসা বানিজ্য করে এবং তা শুধুই তা বলে বেড়িয়ে পিতা মাতার মনে আশা জোগায়। তাদেরই একজন ইমরান। ইমরানের দৃষ্টিকোণ থেকে: আমি ইমরান। পড়াশোনা দুবছর আগেই ছেড়ে দিয়েছি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে আর পড়াশুনা করা হয়ে উঠেনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়ায় রাস্তাটা আচমকা মোড় নিয়ে নিয়েছিলো। তোহ, পড়াশুনায় আমার