আত্মা - 3

  • 10.9k
  • 1
  • 5k

নেহারা বেগমের বুঝতে আর বাকি নেই যে সাপটা তুরেছাকে জড়িয়ে ধরেছিল সেটা তাকে এখনও ছেড়ে যায় নি। কাল রাতের কালো বিড়ালটা এই সাপের আরেকটা রূপ। সে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তুরেছার কাছে আসছে। খুব সম্ভব কাল যে ফকির এসেছিল সেটাও এই সাপের আরেকটা রূপ। অথবা সাপটাই কোনো খারাপ জ্বীনের সাময়িক রূপ। সেকালো আত্মা । নেহারা বেগম ভাবলেন, না আর দেরী করা যাবে না। আজই তুরাব ওঝাকে খবর দেওয়া লাগবে। তুরেছার শরীর সহ এই বাড়িকে থামানো লাগবে।তারেক একটানা ঘুম দিলো বারোটা অবধি, ঘুম ভেঙে গেল নেহারা বেগমের ডাকে। এখন তুরাব ওঝাকে আনতে যেতে হবে, এই ওঝার জ্বীন - ভূত তাড়ানোর জন্য