জঙ্গলের প্রহরী - 39

  • 1.2k
  • 453

জঙ্গলের প্রহরীপর্ব - ৩৯সব ভাল যার শেষ ভাল। সন্ধ্যা হচ্ছে, সকলকে ফিরতে হবে। পুলিশের কর্তাব্যক্তিরা আর সঙ্কর্ষণবাবুর পরিবার তো বটেই, সিদ্ধার্থ আর ঋষির জন্য এ্যালট করা বাংলোয় সিদ্ধার্থর বাড়ির সবার জায়গা হবে না। তাই ওরাও নেমে গিয়ে স্টেশনের কাছে হোটেলেই থাকবে। সবাই উঠে পড়েছে, এ ওর কাছে বিদায় নিচ্ছে, আগামীকাল কে কখন কোন কাজ সারবে, সেসব অফিশিয়াল কথাও এগিয়ে রাখছে কেউ কেউ। সিদ্ধার্থ আর তথাগতর সঙ্গে গল্প করছে শৌর্য্য আর বৈদুর্য্য। পাশেই দাঁড়িয়ে ওদের মা অপর্ণাদেবী খুবই আদর করছেন তথাগতর স্ত্রী রাজশ্রীকে। সঙ্গে আক্ষেপও চলছে, এমন খালি হাতে বৌমাকে দেখলেন বলে। শৌর্য্যও বিবাহিত, তার স্ত্রী সন্তানসম্ভবা, তাই আসেনি এখানে। সেসব গল্প