দু:সময়ের_সংকেত

  • 159

মানুষের জীবনে যখন দুর্ভোগ আসে, ধ্বংস আসে, বিপর্যয় আসে,- তার আগে কিছু সংকেত টের পাওয়া যায়।কারো মাথায় যদি সদগুরু অধিষ্ঠান করেন সর্বক্ষন,- তাহলে শয়তানরূপী বিপর্যয় তার ধারেকাছে সহজে ভিড়তে পারেনা। কারো মাথায় সদগুরু অধিষ্ঠান করছেন কিনা তা বুঝার উপায় হল,- তার চিন্তায়,মননে, কর্মে, কথায়, চলায়, আচরনে গুরু কতটুকু প্রকাশিত হচ্ছেন, গুরুর প্রতি সে কতটুকু সমর্পিত, গুরুর ইচ্ছাপূরনে সে কতটুকু দায়ীত্বশীল, নিজের দৈনন্দিন জীবনচলনায় গুরু কতটুকু অংশ অধিকার করে আছে,- তা লক্ষ করা। যতক্ষন কেউ নিজের মাথাটা গুরুর পায়ে দিয়ে রাখে,- ততক্ষন সে চেতন থাকে,ততই সে জীবনের পথে অগ্রসর হতে থাকে, ততই সে নিরাপদ থাকে। সেই অবস্থায়,- তার জীবনে কর্মফল আসতেই