ব্যাখ্যা, বিশ্লেষণ আর টীকাকরনের পাল্লায় পড়ে কত কত মহাপুরুষ আর পুরুষোত্তমের মূল কথা ও বানীগুলি হারিয়ে গিয়ে বিকৃত অর্থে ছেয়ে গেছে,- তার কোন ইয়ত্তা নেই। গীতার একই শ্লোকের কতরকম ব্যাখ্যা কতজন পন্ডিত করেছেন,- তার হিসেব নেই। প্রত্যেকেই যার যার বোধ, বুদ্ধি, জ্ঞান, পান্ডিত্য দিয়ে গীতার সংস্কৃত শ্লোককে সাধারণ ভক্তদের উদ্দেশ্যে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা ও টীকাকরন প্রভাবিত হয়েছে তাদের বৃত্তিরঙ্গীল মন, প্রবৃত্তিগত চাহিদা, বোধের তারতম্য ও ক্ষুদ্র আত্মস্বার্থ দ্বারা৷ শুধু গীতা নয়,- প্রত্যেকটি শাস্ত্রগ্রন্থই এইভাবে যুগ যুগ ধরে ব্যাখ্যা হতে হতে মূল অর্থ ও উদ্দেশ্য হতে অনেকটাই বিচ্যুত হয়েছে। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। বিকৃত বোধ ও ধর্মাচরনের শিকার হচ্ছে। শ্রীশ্রীঠাকুর অনুকূল