পৌরাণিক টাইম ট্রাভেল ।। যোগী কৃষ্ণদেব নাথ।।ভারতীয় পুরাণকে আমরা বহুদিন ধরেই গল্পের বই হিসেবে মনে করে এসেছি। অথচ সেই গল্পগুলোর ভেতরেই লুকিয়ে আছে এমন সব ধারণা, যেগুলো আধুনিক বিজ্ঞান আজ নতুন করে আবিষ্কার করছে। রাজা ককুদ্মি ও রেবতীর কাহিনী তার এক অনন্য উদাহরণ; যেখানে সময়ের আপেক্ষিকতা ও ভিন্ন লোকের ভিন্ন কালপ্রবাহের ধারণা স্পষ্টভাবে উপস্থিত থাকতে দেখা যায়।এই কাহিনী প্রধানত বর্ণিত হয়েছে ভাগবত পুরাণের নবম স্কন্ধ, তৃতীয় অধ্যায়ে। সংক্ষিপ্ত রূপে উল্লেখ রয়েছে বিষ্ণু পুরাণের চতুর্থ অংশেও। ভাগবত পুরাণের বর্ণনাই সবচেয়ে পরিপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।রাজা ককুদ্মি ছিলেন প্রাচীন যুগের এক শক্তিশালী ও প্রজ্ঞাবান রাজা। তাঁর কন্যা রেবতী রূপে, গুণে ও বিদ্যায় অতুলনীয়। কিন্তু