ছোট শহরে, ছোট গ্রামে বাস করলে বা ছোট স্কুলে পড়াশোনা করলে কিছু লাভ আছে,- কিছু ক্ষতি আছে। সমাজ বিজ্ঞানীরা বলেন,- বিশ্বের অধিকাংশ নেতা, অধিকাংশ বিখ্যাত ব্যাক্তিরা ছোট্ট গ্রাম, ছোট্ট শহর, ছোট্ট অখ্যাত স্কুল থেকে উঠে এসেছেন। তার পেছনে কারন হল,- বড় শহরে অনেক গুনী মানুষ থাকেন, বহু প্রতিভার সমাবেশ সেখানে, বহু নেতার ভীড়। সেই ভীড়ের মাঝে নিজেকে বিশেষভাবে মেলে ধরা, নিজের নেতৃত্ব ও পরিচালনার গুনের সাথে পরিচিত হওয়া বা আত্মপ্রত্যয় গড়ে উঠা কঠিন। ছোট্ট গ্রামে বা ছোট্ট শহরে অল্প লোকের মাঝখানে অল্প বয়স থেকেই নিজের নেতৃত্ব, নিজের দক্ষতা সহজে গড়ে উঠে। সেখানে প্রতিযোগিতা কম, - তাই প্রথম হওয়া সহজ। তাই