প্রশ্রয়দাতা

  • 471
  • 138

পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব কথায় কথায় আমায় বললেন,-" একজন মানুষ কোন কারনে দোষ করতেই পারে, জন্মগত বা পরিবেশগত কারনে অন্যায় করতেই পারে। কিন্তু তার আত্মা তো নিস্পাপ। ঠাকুর তো এইবার তাঁর আত্মাগুলিকে কুড়িয়ে নিতে এসেছেন। তিনি কাউকে ব্রাত্য করেন নি। তাই আমরাও কাউকে ত্যাগ করতে পারিনা। সবাইকে নিয়ে চলতে হয়, সহ্য করতে হয়।  ক্ষমা করা মানে,- কাউকে দয়া করা নয়। বরং ক্ষমা করা মানে ক্ষমতাশালী হওয়া। আমি তোমার বাজে ব্যাবহার সহ্য করার ক্ষমতা অর্জন করলাম। ক্ষমা করলে  অন্যের কি উপকার হয় জানিনা,- কিন্তু নিজের মন শান্ত হয়। আর শান্ত মনেই ঠাকুর থাকেন। " তিনি নিজের জীবনের জীবনের একটি অভিজ্ঞতা বললেন,-" একবার একজন খুব