নয়ন যে ধন্য - Novels
by Mallika Mukherjee
in
Bengali Poems
নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (1) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ ভূমিকা প্রতি বছর সেপ্টেম্বের মাসে আমাদের কার্যালয়ে ‘হিন্দি একপক্ষ’ অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০১৪ সালে বরিষ্ঠ নিরীক্ষা অফিসারের পদের সাথে হিন্দি অফিসারের কার্যভার আমার কাছেই ছিল। সেপ্টেম্বর মাসে আয়োজিত ‘হিন্দি একপক্ষ’র অধীনে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব প্রফেসর এবং বর্তমানে আমেদাবাদে অবস্থিত গুজরাত বিদ্যাপীঠের ভাষা সংস্কৃতি সংস্থানে অধ্যাপন কাজে ব্যস্ত সুবিখ্যাত মহিলা-কবি ড. অঞ্জনা সন্ধীরকে, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। আমাদের কার্যালয়ে হিন্দি ভাষার প্রচার-প্রসার উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে প্রায়ই ওঁনাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়। এইবারও উনি আমার আমন্ত্রণ স্বীকার করলেন। আমাকে বললেন, ‘মল্লিকা, আজ আমি তোমায় একটি
নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (1) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ ভূমিকা প্রতি বছর সেপ্টেম্বের মাসে আমাদের কার্যালয়ে ‘হিন্দি একপক্ষ’ অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০১৪ সালে বরিষ্ঠ নিরীক্ষা অফিসারের পদের সাথে হিন্দি অফিসারের কার্যভার আমার কাছেই ছিল। সেপ্টেম্বর ...Read Moreআয়োজিত ‘হিন্দি একপক্ষ’র অধীনে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব প্রফেসর এবং বর্তমানে আমেদাবাদে অবস্থিত গুজরাত বিদ্যাপীঠের ভাষা সংস্কৃতি সংস্থানে অধ্যাপন কাজে ব্যস্ত সুবিখ্যাত মহিলা-কবি ড. অঞ্জনা সন্ধীরকে, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। আমাদের কার্যালয়ে হিন্দি ভাষার প্রচার-প্রসার উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে প্রায়ই ওঁনাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়। এইবারও উনি আমার আমন্ত্রণ স্বীকার করলেন। আমাকে বললেন, ‘মল্লিকা, আজ আমি তোমায় একটি
নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (2) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ 14 এমন মানুষ যেথায় বলা উচিত সেথায় থাকে চুপ আবার বলে যখন উচিত কথা বলেনা, এমন মানুষকে ...Read Moreগুরুত্ব দিও না। আওয়াজের নয়ন খোলো, উচিত কথা বলো। নিগূঢ নীরবতার আড়ম্বরকে দাহন করো, কখনও স্তাবকতাকে পোষণ কোরো না। কারুর নিন্দা শুনে চুপ থাকাই কিন্তু পাপ, সত্য বলে, স্বীকার করে তার সকল অপরাধ মাফ। বাতাসে বৃক্ষের মহিমা মত্ত হয়ে দুলে, অনাদি কাল থেকে নিসর্গ কিন্তু সত্য কথাই বলে! 15 উৎসব ঘুড়ি.... আমার উর্ধ্বগতির উৎসব, আমার সূর্যের দিকে প্রস্থান!
নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (3) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ 27 গীত-বসন্ত অন্তে আরম্ভ, আরম্ভে অন্ত, হেমন্তের হৃদয়ে গাইছে বসন্ত! বয়স ষোল, কোথাও কোকিলের কুহু, কার প্রেমে আজ দুলছে পলাশ? মনে হয় সামান্য, অভ্যন্তরে উন্নত, হেমন্তের হৃদয়ে ...Read Moreবসন্ত! কার বিবাহ আজ এই অরন্যে? প্রতিটি বৃক্ষে যে প্রজ্জ্বলতা! আশীর্বাদ করিতে আসছে সাধুসন্ত, হেমন্তের হৃদয়ে গাইছে বসন্ত! 28 তোমায় অর্পণ জলকে তুমি শৈল বলতে পারো বা শৈলকে জল। বলতে পারো মেঘকে আকাশের খাঁজ বা পদ্যকে বাবলা। এতে কারুর কোনও ক্ষতি নেই তুমি গুজবকে যদি বলো সত্য বা দিনকে বলো রাত। শরদ বলো বসন্তকে বা সাগরকে মরুভূমি। আবার জীবনকে যদি
নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (4) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ প্রার্থনা মানবের ভিড় হোক বা মেলা, আপনজনকে স্বাগত জানাই আমার আবাসে। দ্বারে লেখা রয়েছে- ‘সত্যের সাদর অভ্যর্থনা’ সত্য হতে পারে বিপক্ষে, হতে পারে বিপরীতে। বাগানের সুগন্ধের তুলনায় ...Read Moreসার অতি মূল্যবান। বিরোধিতার মাঝেও সত্য খুঁজে নেওয়ার সামর্থ্য আমার আছে। গুজবকে পরিহার করে চলার বিবেকও আছে। গুজব দিয়ে জীবন জাপন করা যায়না। দুটো চরমের মাঝে লুকানো সত্যকে সম্পন্ন করার ক্ষমতা আমি রাখি। প্রত্যেকের সত্য ভিন্ন হতে পারে এবং হয়। আমি আমার সত্যের কাছাকাছি থাকতে চাই, সত্য আমার সূর্য। আমার জীবন হয়ে যাক গায়ত্রী মন্ত্র, এই প্রার্থনা করি অবিরত। প্রেম
নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (5) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ লক্ষ্যসন্ধানে লক্ষ্যসন্ধানে নিজেরে ভুলে দৌড়িয়ে, লাফিয়ে, কখনো টলে, রক্ত দাগী পথে চলি আমি! আবার বিশুদ্ধ লাল পদচিহ্ন দেখে অশ্রুভরা নয়নে হাসি আমি! পূর্বপুরুষদের রুধির-শয্যা হতে প্রতিবিম্বিত রবিকিরণের ...Read Moreআমার মৃদুহাস্যকে নিষ্প্রভ করে দেয়, তখন আমার ‘আমি’ বিলীন হয়ে যায়। লক্ষ্য নিকট মনে হয়, দ্রুতবেগে চলি আমি। বন্দে মাতরম্ বন্দে মাতরম্ শুধু গান নয়, আমাদের উদঘোষনা, নিরাপত্তা, ঐশ্বর্য। স্বাধীনতার মহাযজ্ঞের নৈবেদ্য। স্বদেশপ্রেমের স্বরমাধুর্য। উন্নয়নের অবিরত স্পন্দন, আমাদের সহজ পরিচয়। ১৮৫৭ সালের জ্যোতি:পুঞ্জ, সত্যের জন্যে রক্তের অভিষেক অবিরত..... বন্দে মাতরম্ শুধু শব্দ নয়, আমাদের মন্ত্র। স্বাধীনতার তেজোময় স্পন্দন! প্রগতির রাজপথ,