The House of Devil Sprite - 1 in Bengali Horror Stories by Debojyoti Banerjee books and stories PDF | দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 1

Featured Books
Categories
Share

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 1

অভিরূপ ছোটবেলা থেকেই লেখাপড়ায় একদমই ভালো ছিলো না | অভিরূপ পড়াশোনার থেকে লিখতে বেশি ভালবাসত | বাড়ি থেকে স্কুলে যাবার নাম করে ও লাইব্রেরিতে গিয়ে বই পড়ত | ও যখন অষ্টম শ্রেণীতে পড়ত তখন ওর প্রথম লেখা ছোটগল্প স্থানীয় একটি খবরের কাগজে বেরিয়েছিল | তারপর অভিরূপ যখন কলেজে পড়ত তখন ওর লেখা একটি রহস্য উপন্যাস স্থানীয় সংবাদপত্রের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল | অভিরূপের এই লেখাটাই ওর ভাগ্য বদলে দিয়েছিলো | ধীরে ধীরে ওর লেখা সাধারণ মানুষ পছন্দ করতে শুরু করলো | আর ... এই ভাবেই অভিরুপের সাহিত্য জগতে পথ চলা শুরু হলো | এখন অভিরূপ একজন বিখ্যাত লেখক | ওর লেখা গল্প পড়ার জন্য জনতা অধীর আগ্রহে বসে থাকে | সোশ্যাল মিডিয়াতে ওর ফলোয়ারের সংখ্যাও বেশ ভালো |

অভিরূপের আসন্ন একটি গল্প ২৫ ডিসেম্বর এ প্রকাশিত হবে | ওর হাতে মাত্র দু মাস সময় | কিন্তু এখনো পর্যন্ত গল্প সম্পর্কিত কোন ধারণানাই ওর মাথায় আসছে না | এইরকম ঘটনা ওর সাথে আগে কখনো ঘটেনি | তাই অভিরূপ একটু মানসিক অস্থিরতায় ভুগছে | অভিরূপ অনেকবার লেখার চেস্টা করেছে কিন্তু পারেনি | তাই বাধ্য হয়েই অভিরূপ ম্যাগাজিনের সম্পাদক কে ফোন করলো |

হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে অতিশ হাজার বলল , তোমার লেখা কতদূর ? তোমার লেখার অপেক্ষায় আছি।

অভিরূপ একটু বিমূর্ষভাবেই জবাব দিল , এইবার আপনার ম্যাগাজিন আমার গল্প ছাড়াই প্রকাশিত হোক ।

অতিশ হাজরা বললো , কি বলছ অভিরূপ ? এই রকম বলছ কেন ? কি হয়েছে ?

অভিরূপ বলল , এইবার গল্প সম্পর্কে আমার মাথায় কোন আইডিয়া আসছে না | হঠাৎ করে এরকম আইডিয়া ব্লক সমস্যাটাকে নিয়ে আমি প্রচন্ড মানসিক অস্থিরতায় ভুগছি |

অতিশ হাজরা খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিলো , তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি | আমার কাছে তোমার সমস্যার একটা সমাধান আছে।

অভিরূপ বললো , কি স্যার ?

অতিশ হাজরা বলল , শহরের এই কোলাহল পূর্ণ পরিবেশ থেকে বেরিয়ে একটি নির্জন ও শান্ত জায়গায় গিয়ে লেখালেখি শুরু কর |

অভিরূপ অতিশ হাজরা কে জিজ্ঞাসা করলো , এই জন কোলাহল পূর্ণ শহুরে জায়গায় এইরকম শান্ত জায়গা পাবো কোথায় ?

অতিশ হাজরা বলল , কলকাতা শহর থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে আমাদের কোম্পানির একটি গেস্ট হাউস আছে | এই সবে মাত্র সাত দিন হয়ছে আমি ওই গেস্ট হাউস টা কিনেছি | ওটা একটা স্পেশাল গেস্ট হাউস যেখানে আমরা সচরাচর কাউকে থাকতে দিই না । তুমি আমার মাগাজিন এর সাথে প্রথম থেকে যুক্ত তাই তোমাকে অফারটা দিলাম | তুমি যদি চাও তাহলে ওই গেস্ট হাউস এ থাকতে পারো | ওখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না | লেখালেখির জন্য একটি সুন্দর পরিবেশ |

অভিরূপ এক নিঃশ্বাসে অফারটা লুফে নিল তারপর বললো , নিশ্চয়ই..... স্যার |

অতিশ হাজরা বলল , ওকে ........ কাল সকালে আমি তোমাকে গেস্ট হাউসের চাবিটা তোমার বাড়িতে পাঠিয়ে দেবো |

অভিরূপ বললো , ঠিক আছে স্যার |

পরের দিন সকালে সঠিক সময় অতিশ হাজরার লোক এসে গেস্ট হাউসের চাবিটা অভিরূপ কে দিয়ে গেল | তারপর আর কি অভিরূপ নিজের সমস্ত যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল ওর গন্তব্যস্থলে |

প্রায় তখন দুপুর দেড়টা বাজে। অভিরূপ রাস্তার পাশে একটা হোটেলের কাছে নামলো। গাড়িটাকে রাস্তার এক প্রান্তে রাখল | তারপর হোটেলে এসে খাবারের অর্ডার দিল এবং রাত্রের জন্য কিছু খাবার প্যাক করার নির্দেশ দিল | হোটেলের মালিক অভিরুপকে একটু বসতে বলল |